শ্যামল স্মরণে

আজ রাত ৮ টায় – প্রথমবার – “শ্যামল স্মরণে বন্ধুরা’
কোভিড এর কারণে আমরা স্মরণ সভা করিনি। আজ ফেসবুকে ঠিক রাত ৮ টা য় শতরূপ ঘোষের দেওয়ালে বাবার স্মরণে ভিডিওটির শ্যামল স্মরণে বন্ধুরার প্রথম প্রদর্শন হবে। ভিডিওটি পরিচালনা করেছেন শতরূপ ঘোষ। সম্পাদনা করেছে অনির্বান মাইতি। ক্যামেরা করেছে ইন্দ্রনীল, কৌশিক কবীর, পন্চানন, অর্ক, পাপাই। মিউজিক শাওন আর সানাই।

আমি মারী-র সাগর পারি দেব | Remembering my father Shyamal Chakraborty

ছয় অগস্ট। বাবার মৃত্যুবার্ষিকী। গত বছর এত কিছু এক সাথে ঘটছিল –অপ্রত্যাশিত ভাবে এবং পূর্বপ্রস্তুতি ছাড়াই যে আসলে কি হয়েছে সেটা বুঝতে বুঝতেই আমার গত এক বছর কেটে গেছে।
এখন অবশ্য টের পাচ্ছি- শূণ্যতা, মহাশূণ্যতা, আর চরাচর ঢেকে যাওয়া বিষণ্ণতা কাকে বলে!
যাই হোক, বাবার মৃত্যুবার্ষিকীতে কেউ প্রেমের গান গায় না। আমি গাইলাম । কারণ এই প্রেমের গানটি আমার মায়ের প্রিয়তম ছিল, সেই সুত্রে বাবারও। তাছাড়া আমার বাবা খুব রোম্যন্টিক মানুষ ছিলেন। অগস্টে চলেই গেলেন কিন্তু তার ঠিক আগের দোলেই পূর্ণিমার চাঁদ দেখবেন বলে আযোধ্যা পাহাড় ঘুরে এসেছেন।
ছোটবেলা থেকে আমার যা ট্রেনিং তাতে কোনদিনও পরলোক বলে কোথাও কিছু ছিল বলে শিখিনি। মৃত্যুর পর মানুষ প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় এরকমটাই জেনে এসেছি বরাবর। তবু মনে হচ্ছে, যাঁরা বিশ্বাস করেন মৃত্যুর পরও কোনও একটা ভাবে মানুষ রয়ে যান, দূর থেকে দেখতে পান সবকিছু তাঁদের জীবন ঈর্ষনীয় ভাবে সুখের।
অন্তত আজকের জন্য তাদের মত করেই ভাবতে ইচ্ছে করছে।